close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে পানিতে ডুবে যুবক নিখোঁজ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীর রাবার ড্যামে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার পর ৭ ঘণ্টা পার হলেও সন্ধান পাওয়া যাচ্ছে না জলিল মিয়া নামের এক যুবকের। জলিল মিয়া উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে ও ফায়ার সার্ভিস স্টেশনে কথা বলে জানা যায়, রবিবার (৮ জুন) বেলা ১২টার দিকে বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বহরা রাবার ড্যামে যান জলিল। পানিতে নেমে মোবাইলে সেলফি তোলার সময় পা পিছলে পড়ে ভেসে যান তিনি। খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি টিম আড়াইটার দিকে রাবার ড্যাম এলাকায় পৌঁছে সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে উদ্ধার তৎপরতা বন্ধ করা হয় বলে জানান ফায়ার স্টেশনের সাব অফিসার তোফাজ্জল হোসেন। আগামীকাল আবার সন্ধানে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যাবে বলেও জানান তিনি।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম জানান, ঘটনা জানার পর সেখানে ছুটে যাই। ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করেছে। তবে প্রবল স্রোত নদীতে। তবুও আগামীকাল আবার নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি করা হবে। বিষয়টি খুবই দুঃখজনক।

Комментариев нет