close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ এক কারবারি গ্রেফতার, অন্যজন পলাতক..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। 
হবিগঞ্জের মাধবপুরে অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ মোঃ রুবেল মিয়া (২৮) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯।

 বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার প্রেস শেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার ২২ মে রাত ০২ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজা উদ্ধার সহ মো: রুবেল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত সময়ে অন্য আরেকজন মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার হাজীপুর গ্রামের মৃত ইনু মিয়ার ছেলে। পলাতক ব্যক্তি হলেন মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩৫)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

نظری یافت نشد