রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর মাধবদীতে একটি ডেইরি ফার্ম থেকে চুরি হওয়া পাঁচটি দামি গরু মাত্র আট ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে আন্তঃজেলা গরু চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ মে) রাতে আমদিয়া ইউনিয়নের তেতুলিয়া এলাকার সাইফুল ইসলামের ডেইরি ফার্ম থেকে পাঁচটি সাদা-কালো হলেস্টান ফ্রিজিয়ান জাতের গরু চুরি হয়। ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করলে মাধবদী থানা পুলিশ দ্রুত তদন্তে নামে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সেকেন্দার হোসেন, এসআই আল-আমিন ও এসআই বারেকের সমন্বয়ে একটি চৌকস দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় ওই রাতেই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, ডিএমপি ঢাকার তুরাগ, উত্তরা পূর্ব ও পশ্চিম থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গরু উদ্ধার এবং ছয় চোরকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত গরুর বিবরণ:
৫টি হলেস্টান ফ্রিজিয়ান জাতের সাদা-কালো গাভী। আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. মোসলেম মিয়া, পিতা: মৃত তাহের আলী — আলগী কান্দাপাড়া, মাধবদী।
২. মো. নজরুল ইসলাম, পিতা: মৃত হাহের আলী — একই এলাকা।
৩. মো. ওবায়দুল ইসলাম, পিতা: মো. জামাল হোসেন — পাচগাঁও, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
৪. মো. মনসুর মিয়া, পিতা: মৃত আজিজুল — বালুসাইর, মাধবদী।
৫. মো. আব্দুল্লাহ, পিতা: মো. কামাল হোসেন — আলগী কান্দাপাড়া, মাধবদী।
৬. মো. হৃদয় গাজী, পিতা: মৃত বাচ্চু মিয়া — কৃষ্ণ কাঠি, বাকেরগঞ্জ, বরিশাল।
ওসি নজরুল ইসলাম জানান, "অভিযান চলাকালে আন্তঃজেলা চোরচক্রের সদস্যদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত এখনো চলমান।"