মাদারগঞ্জে পাট চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত..

Mohammad Shahin avatar   
Mohammad Shahin
মোহাম্মদ শাহিন, জামালপুর

সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এই পতি পাদ্যে মাদারগঞ্জে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ" শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 
মঙ্গলবার (২৭ মে ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
এসময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  উপজেলা সরকারি কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সায়েমা খানম লিজা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, উপজেলা পাট গবেষণা ও কৃষি মন্ত্রণালয়ের  বৈজ্ঞানিক কর্মকর্তা  হুমায়ন কবীর,  উপজেলা পাট অধিদপ্তরের  পাট উন্নয়ন কর্মকর্তা খায়রুল বাশার 
 
কর্মশালায় প্রশিক্ষকরা পাট চাষিদের উদ্দেশ্যে বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট অধিদপ্তর বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে। পাট সোনালী আঁশ নামে খ্যাত এছাড়াও পাটশাক খাদ্য হিসেবে দেহের জন্য খুবই উপকারি। তাই বেশি বেশি পাট চাষে আগ্রহী হবার জন্য তারা সকলকে আহ্বান জানান। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮৫ জন পাট চাষী অংশ গ্রহণ করেন। পরে প্রশিক্ষনার্থী পাট চাষিদের একটি করে পাটের ব্যাগ সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।  
Ingen kommentarer fundet


News Card Generator