জামালপুরের মাদারগঞ্জে খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধানচাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪মে ) দুপুর ১২টার দিকে স্থানীয় খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিরা শাহ।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক, মিল মালিক ওয়াদুদ মিয়াসহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক বলেন, এ উপজেলা এবছর বেরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ১১৯ মেট্রিক টন ধান ও ১ হাজার ১১৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা।