close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাদারগঞ্জে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

Mohammad Shahin avatar   
Mohammad Shahin
মোহাম্মদ শাহিন, জামালপুর

 

 
 
জামালপুরের মাদারগঞ্জে খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধানচাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
রবিবার  (৪মে ) দুপুর ১২টার দিকে স্থানীয় খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিরা শাহ। 
 
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদুল ইসলাম,  খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক, মিল মালিক ওয়াদুদ মিয়াসহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।
 
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক বলেন, এ উপজেলা  এবছর বেরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ১১৯ মেট্রিক টন ধান ও ১ হাজার ১১৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা।
 
 
 
没有找到评论


News Card Generator