close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মাদারগঞ্জে জোরপূর্বক দোকান দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মী আটক..

Zahidul Islam avatar   
Zahidul Islam
জামালপুরের মাদারগঞ্জে জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্য..

জামালপুরের মাদারগঞ্জে জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম ও যুবদলকর্মী সোহাগ মিয়া।

জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হাসান মাদারগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জোনাইল বাজারে তিনি একটি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি যুবদলের ওই তিন নেতাকর্মী জোরপূর্বক দোকানটি দখল করে নেন।

লিখিত অভিযোগের পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দখলদারদের সতর্ক করে দোকান ছাড়তে বলে। তবে নির্দেশ অমান্য করে তারা দোকানঘর দখলে রাখে। পরবর্তীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং থানায় হস্তান্তর করে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, ব্যবসায়ী নাজমুল হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সেনাবাহিনীর মাধ্যমে আটক তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

No comments found