close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মা রা গে ছেন খল-অভিনেতা সাংকো পাঞ্জা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় খলঅভিনেতা সাংকো পাঞ্জা আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার রূপগঞ্জে দাফন সম্পন্ন হবে।....

ঢাকাই সিনেমার প্রিয় খলনায়ক সাংকো পাঞ্জা আর নেই

বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত ও জনপ্রিয় খলঅভিনেতা সাংকো পাঞ্জা (মূল নাম বাবু) আর নেই। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে দীর্ঘদিনের ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

সনি রহমান তার ফেসবুক পোস্টে জানান, বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন সাংকো পাঞ্জা। আজ (শুক্রবার) সকাল ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাসুমাবাদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে দাফন সম্পন্ন হবে। মরদেহ ঢাকার পিজি হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

চলচ্চিত্রে কেরিয়ার

১৯৯০ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বাবু। এই ছবির মাধ্যমে “সাংকো পাঞ্জা” নামেই পরিচিতি লাভ করেন, যা তাঁকে দিয়েছিলেন অভিনেতা ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। এর পর থেকে তিনি বহু ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেন।

ব্যক্তিগত জীবন

ময়মনসিংহের একজন সন্তান ছিলেন সাংকো পাঞ্জা। তাঁর দুই মেয়ে রয়েছে এবং তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন শোকাহত।

 

সাংকো পাঞ্জার চলে যাওয়া ঢাকার সিনেমাপ্রেমীদের জন্য এক বড় ক্ষতি। তাঁর অবদান ও অভিনয়শৈলী চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে চলচ্চিত্র অঙ্গনের সদস্যরা শোক প্রকাশ করেছেন।

No comments found