লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৩৪ তম তাফসীরুল কোরআন মাহফিল..

Ali Sohel avatar   
Ali Sohel
****

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঐতিহাসিক ৩ দিন ব্যাপী ৩৪ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে (১৯, ২০, ২১ জানুয়ারি) রোজ সোমবার, মঙ্গলবার ও বুধবার ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রতিদিন বাদ আসর হইতে মধ্য রাত পর্যন্ত আমন্ত্রিত মুফাসসিরিনে কেরাম'গণ কোরআন থেকে তাফসির পেশ করেন। 

প্রথম দিন (১৯ জানুয়ারি) সোমবার কোরআন থেকে তাফসীর পেশ করেন, বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব হযরত মাও: শায়েখ মাজেদুর রহমান দা: বা:, হযরত মাও: সিবগাহতুল্লাহ নূর - বি-বাড়িয়া, হযরত মাও: ইউসুফ বিন ইকবাল দা: বা: - বি-বাড়িয়া, কুলিয়ারচর উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাও: আস-আদুল্লাহ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম।

এসময় লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মো. আবদুল আওয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মজিবুর রহমান (আতিক) সি.আই.পি লক্ষ্মীপুর বাটিপাড়া।

দ্বিতীয় দিন (২০ জানুয়ারি) রোজ মঙ্গলবার কোরআন থেকে তাফসীর পেশ করেন, (বয়ান বাদ মগরিব) মাদ্রাসা -ই ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা এর মুহতামিম হাকিমুন নফস হযরত মাও: আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসেমী দা: বা:, মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা এর মুহতমিম হযরত মাও: আনিসুর রহমান আশরাফী দা: বা:, বাংলাদেশ হেফাজতে ইসলামের কুলিয়ারচর উপজেলা শাখার আমির হযরত মাও: বাহাউদ্দীন দা: বা:, কুলিয়ারচর উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি হযরত মাও: মুফতি উবাইদুল্লাহ আনোওয়ার দা: বা: সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম।

এসময় গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মহসিন রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. শরিফুল আলমের পক্ষ থেকে প্রতিনিধি তার ছোট ভাই পৌর বিএনপির ১ নং সদস্য মোহাম্মদ সাইয়ুম সিদ্দিকী। 

তৃতীয় ও শেষ দিন (২১ জানুয়ারি) বুধবার কোরআন থেকে তাফসীর পেশ করেন, হযরত মাও: আব্দুল মান্নান উসমানী দা: বা: - খুলনা, জামিয়া কাসেমিয়া আল-ইসলামীয়া নারায়ণগঞ্জ এর মুহাদ্দিস হযরত মাও: মুফতি মুজিবুল হক ফরায়েজী দা: বা:, হযরত মাও: মুফতি আতিকুল্লাহ দা: বা: (বয়ান বাদ এশা) নরসিংদী, জামিয়া আরাবিয়া নূরুল উলুম কুলিয়ারচর এর প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কাইয়ুম খান দা: বা: সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম।

এসময় লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডা: মো. সালাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মহসিন রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদ মিয়া, লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান। এছাড়াও উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে আমন্ত্রিত অতিথি বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, লক্ষীপুর বাজার ব্যবসায়ী বৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লী, মহিলা মুসল্লী গণ উপস্থিত ছিলেন। মধ্য রাত পর্যন্ত কোরআন থেকে তাফসির শেষে, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা করেন, লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: মুফতি ইমরান হুসাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজ্বী মো. সাদেকুর রহমান, লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

প্রচারণায় ছিলেন মো. তাজুল ইসলাম (তাজ), মাইক ও আলোক সজ্জায় ছিলেন, লক্ষ্মীপুর মুন্সিবাড়ি ফেয়ার ফয়েলস এর স্বত্যাধিকারী মো. সানাউল্লাহ। 

لم يتم العثور على تعليقات


News Card Generator