বিশ্বস্ত একটি সূত্র জানায়, বৈঠক ডাকার মধ্য দিয়ে লক্ষীপুর-৪ আসনটিতেও বিএনপির কেন্দ্রীয় বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজানের মনোনয়ন চূড়ান্ত হলো। এখন এ আসনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া অপেক্ষামাত্র। ফলে লক্ষ্মীপুরের চারটি আসনেই ধানের শীষের প্রার্থী পেতে যাচ্ছে।জানা যায়, ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শেষ দিনের বৈঠকে লক্ষীপুরের চারটি আসনের প্রার্থীদের ডাকা হয়েছে। এর মধ্যে দিয়ে নিশ্চিত হয়েছে এই চারটি আসনে কোনো শরিক নয়, ধানের শীষ পেয়েছেন বিএনপির নেতারাই।
close



















