close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

লেবাননে ইস রায়ে লি হা ম লা: ৪ জন নি হ ত, হিজবুল্লাহ স্থাপনায় বো মা বর্ষণ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Four people, including an elderly woman, were killed in Israeli air strikes in eastern and southern Lebanon on Thursday, with the IDF claiming strikes on Hezbollah arms depots and training camps.

বৃহস্পতিবার লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একজন বৃদ্ধাসহ চারজন নিহত হয়েছেন; আইডিএফ হিজবুল্লাহর অস্ত্র ও প্রশিক্ষণ শিবিরে হামলার দাবি করেছে।

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। এই হামলায় একজন সাধারণ বৃদ্ধাও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা এনএনএ।

প্রথম দফায় পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় হামলায় দুজনের মৃত্যু হয়। এরপরেই দক্ষিণের নাবাতিয়াহ এলাকায় আরেক দফা হামলায় আরও দুজন নিহত হন। এই ধারাবাহিক বিমান হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। এনএনএ-এর খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় একাধিক তীব্র হামলা চালায়, যা সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আইডিএফ জানিয়েছে, তারা নাবাতিয়াহ এলাকায় হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে। এছাড়া বেকা উপত্যকায় হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবির ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাতেও বোমা বর্ষণ করা হয়েছে।

আইডিএফ দাবি করেছে, এসব স্থাপনাগুলো থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। সামরিক বিশ্লেষকরা বলছেন, লেবাননের ভেতরে এত গভীরে বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনাটি সংঘাতে নতুন মাত্রা যোগ করতে পারে। ইসরায়েল এর আগেও একই ক্ষেপণাস্ত্র কারখানায় একাধিকবার হামলা চালিয়েছিল। এই ধারাবাহিক হামলা প্রমাণ করে, লেবাননের মাটিতে হিজবুল্লাহর সামরিক উপস্থিতি কঠোরভাবে দমনে বদ্ধপরিকর ইসরায়েলি সামরিক বাহিনী।

لم يتم العثور على تعليقات


News Card Generator