close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট করেসপন্ডেন্ট

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে  ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে ।

গত শনিবার রাত পৌনে ১০টার দিকে শুরু হওয়া এই ঝড় প্রায় আধা ঘণ্টা সদর আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তাণ্ডব চালায়। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষয় ক্ষতি হয়। 

স্থানীয়রা জানান, এ সময় ঝড়ো হাওয়া ও কিছু উপজেলায় শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

এছাড়া ঝড়ের পর জেলার কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বলেও জানাগেছে । 

ঝড়ে অনেক এলাকায় সড়কের ওপর গাছ পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায় । পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাছ সরিয়ে যানচলাচল সচল করেন।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে । ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

没有找到评论