close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও লুটপাট..

Anowarul Islam Rony avatar   
Anowarul Islam Rony
লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) গভীর রাতে শহরের বিডিআর রোডে অবস্থিত পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে।..

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, রাত আনুমানিক ১১টার দিকে হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা ৮-১০ জন যুবক কার্যালয়ের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে ভাঙচুর করে, এরপর আগুন ধরিয়ে দেয় কার্যালয়ের আসবাবপত্র ও কাগজপত্রে।

 

অগ্নিকাণ্ডে পুড়ে যায় অফিসের সোফাসেট, শতাধিক প্লাস্টিকের চেয়ার, বিভিন্ন দলীয় দলিল ও পোস্টারসহ দলের চেয়ারম্যান জিএম কাদের ও অন্যান্য নেতাকর্মীদের ছবি। একইসঙ্গে দুর্বৃত্তরা কার্যালয়ে থাকা একটি এলইডি টিভি ও আলমারিতে সংরক্ষিত মালামাল লুট করে নিয়ে যায়।

 

ঘটনার পরপরই জাতীয় পার্টির লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি পুরো অফিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”

 

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহিদ হাসান লিমন বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। বিনা উসকানিতে এবং রাতে যখন কার্যালয়ে কেউ উপস্থিত ছিল না, সেই সুযোগেই এ ঘটনা ঘটানো হয়েছে। ফায়ার সার্ভিসকে একাধিকবার ফোন করা হলেও তারা সময়মতো পৌঁছায়নি। থানায় খবর দিলেও পুলিশও ইচ্ছাকৃতভাবে দেরি করে আসে।”

 

তিনি আরও বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

No comments found


News Card Generator