লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট–২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টারের নেতৃত্বে পাঁচ শতাধিক জামায়াতের নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন ফুলের তোড়া দিয়ে বিএনপির নেতৃবৃন্দের হাতে তাদের যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মফিজ উদ্দিন, গোড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি গজর উদ্দিন পাটোয়ারী এবং কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
লালমনিরহাটে জামায়াতের সাবেক উপজেলা আমিরসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান..
No comments found



















