close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা আটক

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে হেরোইনসহ রবিউল ইসলাম (৩০) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটকের সময় রবিউলের কাছ থেকে আট পুরিয়া হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জমাদি জব্দ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটককৃত ছাত্রদল নেতা রবিউল ইসলাম (৩০) সদর উপজেলার খোড়াগাছ এলাকার আফসার আলী মন্ডলের ছেলে। তিনি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

লালমনিরহাট সদর থানার উপ–পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, ‘রাতের অন্ধকারে নির্জন স্থানে বসে ৪-৫ যুবক হেরোইন সেবন করছিল। চার সদস্যের টিম নিয়ে সেখানে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তাঁর কাছ থেকে হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।’

No comments found


News Card Generator