লালমনিরহাট প্রতিনিধি। 
লালমনিরহাট জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান আবারও প্রমাণিত হলো।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মে) হাতীবান্ধা থানাধীন উত্তর হলদিবাড়ী মৌজার ৫নং ওয়ার্ডে অভিযান চালানো হয়। স্থানীয় জনৈক মোঃ সিরাজুল ইসলাম (৫১), পিতা-মৃত আবদার রহমান এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মানিক মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
হাতীবান্ধা থানা পুলিশ জানায়, আটক মোঃ মানিক মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লালমনিরহাট জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান চলমান থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
		
			


















