লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় ১০ টাকার টোল নিয়ে যুবদল নেতার সঙ্গে দুই দফা হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় টোল প্লাজার দুই কর্মচারী আহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- লালমনিরহাট পৌরসভার মাহফুজার রহমান (২৬) ও মোস্তফিরহাট এলাকার ফজলুর রহমান (২৫)।
দায়িত্বরত পুলিশ ও অপর একটি নির্ভর যোগ্য সূত্র থেকে জানা গেছে, গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঙ্গে টোল প্লাজার কর্মচারী ফুল মাহমুদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
এরপর দলবলসহ আক্রমণ করলে টোল প্লাজার দুই কর্মচারী গুরুতর আহত হন । ঘটনার সময় সেখানে পাঁচ পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন ।
টোল প্লাজায় দায়িত্বরত এসআই রওশন সংবাদমাধ্যমকে জানান, দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় লুটপাটে কোনও ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।