close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

Nazrul Islam avatar   
Nazrul Islam
নজরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও নগদ চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটির আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, পারফরমেন্স জেড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI), SEDP প্রকল্পের আওতায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে বাছাইকৃত ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে হাতে তুলে দেওয়া হয় নগদ চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র

Nenhum comentário encontrado