কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. রায়হান উদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট ২০২৫) রাত ৮টার দিকে এএসআই (নিঃ) সেলিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং বাজারস্থ কাঁচা বাজার গলির নুরুল আবছারের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার পরিহিত টাউজারের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান উদ্দিন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন খুচরা মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। এ ঘটনায় কুতুবদিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।