কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দিল মোহাম্মদ রায়হান নামের একজনকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। আটক রাইহান উত্তর ধুরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি—এটা পারিবারিক ও রাজনৈতিক ষড়যন্ত্র।
নৌবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিার রাতে অভিযান চালিয়ে রাইহানের বাড়ি থেকে একটি শটগান, তিনটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি এবং তিনটি ধারালো দা জব্দ করা হয়।
ঘটনায় কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
দিকে, স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, রায়হানকে পারিবারিক ও রাজনৈতিক শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে। তার গ্রেফতারের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, রায়হান কি সত্যিই দোষী, নাকি কোনো প্রভাবশালী মহলের ষড়যন্ত্রের শিকার?
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।