কক্সবাজারের কুতুবদিয়ায় “অপারেশন ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসফিয়ার উদ্দিন সাজিদ (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে উপজেলার ঘাটকুল পাড়া এলাকা থেকে এসফিয়ার উদ্দিন সাজিদকে গ্রেফতার করে। তিনি আলী আকবর ডেইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মশরফ আলী সিকদার পাড়ার বাসিন্দা দলিল মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত এসফিয়ার উদ্দিন ছাত্রলীগের স্থানীয় ইউনিটের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বলেন, “অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক পরিচয় বা অবস্থান আমাদের কাছে বিবেচ্য নয়। কুতুবদিয়াকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান চলমান থাকবে।”
গ্রেফতারের পর তাকে কুতুবদিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
कोई टिप्पणी नहीं मिली



















