close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

‎কুতুবদিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Nazrul Islam avatar   
Nazrul Islam
‎নজরুল ইসলা, কুতুবদিয়া, ২৬ মার্চ ২০২৫:

কক্সবাজারের কুতুবদিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫  যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এদিন প্রথম প্রহরে কুতুবদিয়া থানা কম্পাউন্ডে ৩১টি তোপধ্বনি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন। এরপর সকাল ৯টার দিকে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন, থানা অফিসার ইনচার্জ আরমান হোসেন, উপজেলা জামায়াত আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী প্রমুখ। 
‎অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজি তাহমিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‎সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের অবদানকে স্মরণ করেন। স্বাধীনতা সংগ্রামের চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা তাঁর বক্তব্যে বলেন, “স্বাধীনতা আমাদের গৌরবের heritage। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।”

No comments found


News Card Generator