কুতুবদিয়ায় তাসমিন আক্তার (১৫) নামে এক কিশোরীকে ব্রট ডেড অবস্থায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে Ligature mark (সম্ভাব্য Mechanical Asphyxia) সন্দেহ করছেন।
মৃত তাসমিন আক্তার দক্ষিণ লেমশিখালী ইউনিয়নের সিদ্দিকী হাজীর পাড়ার বাসিন্দা মুজিবুর রহমানের মেয়ে।
হাসপাতাল সূত্র জানায়, কিশোরীকে জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরীরে শ্বাসরোধের চিহ্ন সদৃশ লক্ষণ দেখা গেছে বলেও সূত্র জানিয়েছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন,
“ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয়দের মাঝে ঘটনার ব্যাপারে শঙ্কা ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Hiçbir yorum bulunamadı



















