close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় ইয়াবা সেবনের সময় দুইজনকে ধরে কারাদণ্ড ও অর্থদণ্ড..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া

তুবদিয়ায় ইয়াবা সেবনের সময় দুইজনকে ধরে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রে সাদাত হোসেন। আটককৃতরা হলেন, উত্তর ধুরুং ইউনিয়নের মনুশিকদারপাড়ার মৃত জোবাইদুল হকের ছেলে হাসান মোনতাসিরুল হক (৩০) এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নের নয়াপাড়ার মহিউদ্দিনের ছেলে  জুনাইদ বোগদাদী (২৬)।জানা যায়,বৃহষ্পতিবার (২২ মে) গত রাত দেটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ার মানিক মিয়ার বসতঘরের অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদাত হোসেন। তাঁর সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্স।

এসময় আটককৃতরা মানিক মিয়ার বসতঘরের পশ্চিমমুখী বারান্দায় খাটের ওপর ইয়াবা সেবন করছিল। পুলিশ তাদের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনাস্থলেই অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator