কুতুবদিয়া উপজেলায় দিনব্যাপী শিক্ষা কার্যক্রম ও পর্যটন স্পট পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার সকালে তিনি কুতুবদিয়ায় পৌঁছে দেশসেরা উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শুরু করেন। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শ্রেণিকক্ষ ঘুরে তিনি পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেন,
“প্রত্যন্ত অঞ্চল হিসেবে সার্বিকভাবে স্কুলগুলোর পরিবেশ ভালো লেগেছে। সবকিছু সুন্দরভাবে সাজানো-গোছানো। তবে লেখাপড়ার দিক দিয়ে তারা এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। হেডমাস্টারদের বলেছি—যেভাবে খেলাধুলায় এগোচ্ছে, ঠিক সেভাবেই পড়াশোনাতেও এগোতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন,“বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিয়মিত অধ্যয়ন ও সুশৃঙ্খল জীবন অপরিহার্য।”
শিক্ষকদের তিনি মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব পাঠদানে আরও মনোযোগী ও যত্নশীল হওয়ার নির্দেশনা দেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন,“মামলা জটিলতার কারণে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি আটকে আছে। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি কুতুবদিয়ার ঐতিহাসিক বাতিঘর, সমুদ্রতীরবর্তী পর্যটন বীচ ও আশপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। সমুদ্রের নীল জল, বাতিঘরের স্থাপত্য এবং দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি বলেন,“কুতুবদিয়া শিক্ষার পাশাপাশি পর্যটন খাতেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে।”
দিনব্যাপী সফর শেষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষা উপদেষ্টার এই সফর কুতুবদিয়ার শিক্ষা ও উন্নয়ন অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।



















