close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় গাঁজাসহ দোকানদার আটক

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া | ০৭ আগস্ট ২০২৫


কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, বাবুল নাথ (৬০)। তার ডান হাতে থাকা একটি কালো পলিথিন ব্যাগে ১২০ গ্রাম গাঁজা পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়।

কুতুবদিয়া থানার এসআই (নিঃ) প্রবাল সিনহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত বিশেষ অভিযানে ধূরুং বাজারের পূর্ব পাশে সানা ফ্যাশনের বিপরীতে দোকান থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে বাবুল নাথ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে তার দোকানে হেফাজতে রেখে গোপনে বিক্রি করে আসছিলেন। দোকানের আড়ালে সে বিভিন্ন খুচরা মাদকসেবীদের কাছে গাঁজা সরবরাহ করতেন।

এ বিষয়ে কুতুবদিয়া থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Ingen kommentarer fundet