কক্সবাজারের কুতুবদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ ।বুধবার (১৬ এপ্রিল ২০২৫ ইং) কুতুবদিয়া থানা পুলিশের একটি দল প্রথমে কুতুবদিয়া থানাধীন লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজীর পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর মামলা নং ৩৮৭/২৪ এর পলাতক আসামী বেলাল হোছাইনের ছেলে মোহাম্মদ ইলিয়াছকে গ্রেফতার করে। পরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকা থেকে সিআর মামলা নং ৩৩৪/২৪ এর পলাতক আসামী এমদাদ মিয়ার ছেলে সরওয়ার আলমকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত দুই আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন।