close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় দুই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া
‎০১ ডিসেম্বর ২০২৫

কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সঠিক কাগজপত্র না থাকা, অতিরিক্ত মূল্য গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ৪টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুল হাসান।

অভিযানে সৌদিয়া ফার্মেসিকে ১০,০০০ টাকা এবং মুক্তা ফার্মেসিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

‎এসময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, জনগণের স্বাস্থ্যের সাথে কোনোপ্রকার অনিয়ম বা প্রতারণা  করা যাবে না।
‎উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঔষধের সঠিক মান ও মূল্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Nema komentara


News Card Generator