close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় “ডেভিল হান্ট” অভিযানে আক্কাস মাঝি গ্রেফতার

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সাতঘর পাড়ায় অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আক্কাস মাঝিকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
‎শুক্রবার (১৬ মে ২০২৫) কুতুবিয়া থানা পুলিশের “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে সাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আক্কাস উদ্দিন মাঝি (৩৮) আলী আকবর ডেইল ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় সদস্য। অভিযানে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা জানান, "ডেভিল হান্ট" অভিযানের আওতায় কুতুবদিয়ার বিভিন্ন এলাকায় চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়েছে।

没有找到评论