close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে এক পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা যায়,  ০৮ আগস্ট ২০২৫ তারিখ কুতুবদিয়া থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে থানাধীন মনোহরখালী এলাকা থেকে জিআর নং-১২৪/২৪ (কুতুবদিয়া) মামলার পলাতক আসামি নাজিম উদ্দিন (পিতা- মৃত আবুল কাশেম, সাং- পূর্ব মনোহরখালী, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার) কে গ্রেফতার করে।

কুতুবদিয়া থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্ট তামিল অভিযান চলমান রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy