কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দক্ষিণ ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড নুরার পাড়া এলাকা থেকে জানে আলম সিকদার (৪৯) নামে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। তিনি মৃত শমসের আলম সিকদারের পুত্র এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
কুতুবদিয়া থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনার সময় তার নিজ বাড়ির সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।