বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুল ইসলাম কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ডা. আবুল কাশেম লেন এলাকার বাসিন্দা ও আইয়ুব ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুপল মোটরসাইকেলে করে কুমারখালী উপজেলা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লাহিনী বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুভর্তি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী গাড়িটি ফেলে পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রুপল রাজনৈতিকভাবে সক্রিয় এবং ছাত্র রাজনীতিতে জনপ্রিয় ছিলেন বলে জানান তার সহকর্মীরা।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলেও পুলিশ জানায়।
No comments found