close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুষ্টিয়া পৌরসভার সেই সার্ভেয়ার আব্দুল মান্নান গ্রে ফ তার....

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় কু‌ষ্টিয়া পৌরসভার সা‌র্ভেয়ার আব্দুল মান্নান‌কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপু‌রে কু‌ষ্টিয়া পৌর ১৬ নং ওয়া‌র্ডের বাড়া‌দি ফ‌কিরপাড়া এলাকায় অব‌স্থিত নিজ বা‌ড়ি‌ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকার মৃত আনোয়া‌র প্রামা‌ণি‌কের ছে‌লে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলায় আহত ইয়া‌মিন আলী না‌মে এক যুব‌কের দায়েরকৃত হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী মান্নান।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোশাররফ হো‌সেন এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

জানা গে‌ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে মাঠে সক্রিয় ছিল মান্নান। ৫ আগস্টের পর তার বিরু‌দ্ধে মামলা হওয়ায় তি‌নি আত্মগোপনে চ‌লে যান। কিছু‌দিন পলাতক থাকার পর পুনরায় কু‌ষ্টিয়া পৌরসভার দাপ্ত‌রিক কা‌জে যোগ দেন। সম্প্রতি লা‌ঠি হা‌তে মান্না‌নের বৈষম্য বি‌রোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এরপর থে‌কেই তাকে গ্রেপ্তা‌রের দা‌বি জোরা‌লো হয়। গ্রেপ্তার এড়া‌তে মান্নান গত ১৬ এপ্রিল পৌরসভা থে‌কে বের হন। এরপ‌রে আর অ‌ফি‌সে যান‌নি। তার বিরু‌দ্ধে জাল সার্টিফিকেট দিয়ে কুষ্টিয়া পৌরসভায় সার্ভেয়ার পদে নিয়োগ নেওয়াসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

ও‌সি জানান, আব্দুল মান্নান হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী। দুপু‌রে তা‌কে বা‌ড়ি থে‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator