রেলস্টেশনের উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে সোমবার (১৬ জুন) বিকেলে প্ল্যাটফর্মে গণসাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ এবং কুষ্টিয়া বাসী।
এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি প্ল্যাটফর্ম সংস্কার ও উঁচুকরণ, টিকিট বিক্রয়ের প্রক্রিয়া সহজ করা, পর্যাপ্ত বসার জায়গা ও যাত্রীদের জন্য অপেক্ষমাণ রুম নিশ্চিত করাসহ স্টেশনের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার দাবি জানায়। এছাড়াও, অবৈধ যাত্রীদের প্রতিরোধে কার্যকরী টিকিট চেকপোস্ট স্থাপনের দাবিও জানানো হয়।
অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সুলতান মারুফ তালহা। তিনি বলেন, কুষ্টিয়ার রেলপথ এখন নানা সমস্যায় জর্জরিত। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রেলস্টেশন এবং প্ল্যাটফর্মের বর্তমান অবস্থা যাত্রীদের জন্য অনিরাপদ ও কষ্টকর হয়ে উঠেছে। এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা তায়েফ হাসান, সাইদুর রহমান আরও বক্তব্য রাখেন ব্যবসায়িক শাহিনুর রহমান রিকু ও সাংবাদিক রফিকুল্লাহ কালভীসহ আরো অনেকে। বক্তারা বলেন, “রেলপথ জনগণের যাতায়াতের অন্যতম সহজ মাধ্যম, অথচ এখানে ন্যূনতম নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করা হচ্ছে না। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এবং প্রধান উপদেষ্টা এসব দাবির প্রতি আন্তরিক মনোযোগ দিন।
সাংবাদিক বক্তা রফিকুল্লা কালভি বলেন, কুষ্টিয়ার জগতি রেলস্টেশন বাংলাদেশের প্রথম রেল স্টেশন, এই রেল স্টেশনটিকে ধ্বংস করে ফেলেছে। আমরা দাবী জানাচ্ছি জগতি রেলস্টেশন টিকে পুনরায় উদ্ধার করে যেন কার্যকর করা হয়। তিনি আরো বলেন আমাদের প্রথম দাবি জগতি রেলস্টেশন থেকে সোঝা করে লাহিনী দবির মোল্লা গেট পর্যন্ত একটি প্ল্যান ২০১৬ সালে পাস হয়ে আছে। এই প্লানে আরও আছে কুষ্টিয়ায় দুইটি স্টেশন থাকবে না, কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে একটি স্টেশন থাকবে। ২০১৬ সালে যেই বাজেট পাস হয়ে আছে। সেই বাজেটে কুষ্টিয়ার যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের টানা হ্যাচড়ার জন্য তাদের স্বার্থের জন্য বাস্তবায়ন হয়নি। আমরা চাই সেই বাজেট পুনরায় কার্যকর করে কাজ শুরু করা হোক। তিনি আরো বলেন, যদি এই বাজেট পুনরায় কার্যকর করা সম্ভব না হয় তাহলে ২০২৪ সালে আরো একটি ৫ কোটি টাকার বাজেট পাশ হয়ে আছে, কুষ্টিয়া কোর্ট স্টেশন উঁচু ও সংস্কার করার জন্য। এই বাজেটটি যেন কার্যকর করে কাজ শুরু করা হয়।
সাংবাদিকের প্রশ্নের জবাবে বক্তারা বলেন, আমাদের এই দাবি আমাদের নিজেদের স্বার্থের দাবি না, কোন রাজনৈতিক দলের দাবি না, এটি কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি। তাই আশা করব সরকার আমাদেরই দাবি পূরণ করবেন।
আবু সাঈদ নামে একজন বৃদ্ধ ট্রেনযাত্রী বলেন, আমার বাড়ি কুষ্টিয়া জেলার পোড়াদহ অঞ্চলে পোড়াদহের রেল স্টেশন অনেক সুন্দর। আমি চাই কুষ্টিয়া কোর্ট স্টেশন এরকম সুন্দর করা হোক এবং প্ল্যাটফর্ম উঁচু করা হোক কারণ প্ল্যাটফর্ম নিচুর কারণে আমি মাঝেমধ্যেই রুগী নিয়ে চলাফেরা করি, আমার জন্য খুবই সমস্যা হয়ে যায় ট্রেনে উঠতে এবং নামতে, অনেক কষ্ট হয়, আমি চাই কুষ্টিয়া কোর্ট স্টেশনের উন্নয়নের কাজ খুব দ্রুত শেষ হোক আর উন্নয়নের কাজ শেষ হলেই আমাদের কষ্ট শেষ হয়ে যাবে।
মোহাম্মদ আকরাম আলী নামের আরেকজন বৃদ্ধ ট্রেন যাত্রী বলেন, ট্রেন থেকে প্লাটফর্ম নিচু হওয়ার কারণে ট্রেনে উঠতে এবং নামতে আমাদের অনেক অসুবিধা হয়, আমরা চাই যত দ্রুত সম্ভব প্ল্যাটফর্ম সংস্কারের কাজ সম্পূর্ণ করা হোক।
কর্মসূচি চলাকালে সাধারণ যাত্রীসহ পথচারীরাও গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন এবং উদ্যোগটির প্রশংসা করেন। আপ বাংলাদেশ এর পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে তারা আগামীতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কুষ্টিয়া কোর্ট স্টেশন সংস্কারের ও উঁচুকরনের দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি..


לא נמצאו הערות