close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুষ্টিয়ায় পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্র মো. আল আমিনের (১৫) মরদেহ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

আলামিন ওই উপজেলার সাহেবনগর গ্রামের মো.আজিজুলের ছেলে। এর আগে দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় আলামিন। স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলামিন কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়।

এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Ingen kommentarer fundet


News Card Generator