কুষ্টিয়ার শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম সংগঠন কুষ্টিয়া লেখক ফোরামের উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের কাটাইখানা মোড়, সমবায় মার্কেটে ‘চর্যাপদ’ আবৃত্তি সংসদ মিলনায়তনে ১১১তম মাসিক সাহিত্য আসর ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি কবি ও গল্পকার মুনশী সাঈদ। আসরে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব:) স্বপন কুমার রায়।
অতিথি ছিলেন বিশিষ্ট কবি অধ্যাপক মিজান সরকার ও মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও সংগঠক কনক চৌধুরী। আসরের শুরুতেই বিশ্বব্যাপী গণহত্যা, জুলুম, নিপীড়ন, নৃশংসতা ও সহিংসতায় নিহত নিরীহ মানুষ এবং ধর্ষণে নিহত সকল নারী ও শিশুদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
অতঃপর অনুষ্ঠানের সভাপতি মাসিক সাহিত্য আসরে উপস্থিত হওয়ায় সকল কবি সাহিত্যিকগণকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। আসরের প্রথম পর্বে কবি সাহাবুদ্দিন আহমদ এর সম্প্রতি প্রকাশিত ‘চতুষ্পদ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচিত গ্রন্থ নিয়ে অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক কবি সাহাবুদ্দিন আহমদ। অতঃপর বইয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন শঙখু শেখর চক্রবর্তী, আবু জাফর, মোঃ রেজাউল করিম, মোঃ আজিজুর রহমান, মুখ্য আলোচক কনক চৌধুরী এবং আসরের প্রধান অতিথি অধ্যক্ষ (অব:) স্বপন কুমার রায়।
আসরের দ্বিতীয় পর্বে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান, আলোচনা, আবৃত্তি ও সাহিত্য পাঠে অংশগ্রহণ করেন অধ্যাপক মিজান সরকার, সুব্রত চক্রবর্তী, শক্তি সঞ্চয় পাল, মোঃ মনিরুজ্জামান, কার্ত্তিক কুমার বিশ্বাস, মোঃ সাইফুল্লাহ্, নিখিল চন্দ্র পাল, মোঃ নূরুল আখতারুজ্জামান, নাফিজ আল রেহমান সৈকত, আসমা আনসারী মীরু, বিপ্লব মৈত্র, মোছাঃ জুলেখা আক্তার, মোঃ মাসুদুর রহমান, নাঈমুর রহমান, বিকাশ বিশ্বাস, মুহ: আক্তারুজ্জামান আজম, খোন্দকার আব্দুল মান্নান, মোঃ আব্দুল গনি, আরিফা বেগম, শেখ আকতার, নাজমুন নাহার, মোঃ সাজিদুল ইসলাম খোকন, উন্নতি বিশ্বাস, সিদ্দিক প্রামাণিক, আসলাম আলী, ম. মনিরুল ইসলাম, অধ্যাপক আজিজুল হক স্বপন, সুলতানা রেবেকা নাসরীন, এম ডি আসাদ, আনোয়ার বাবু, জেসমিন হোসেন মিনি, ফিরোজা খানম পান্না, হামিদুল ইসলাম, হাসিনা রহমান, মোঃ গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম গালিব, শাহিদা পারভীন রেখা, মোঃ মাসুদ রানা, ইমাম উদ্দিন আহমেদ ইমন, শ্যামলী ইসলাম, মোঃ নাজমুস সাকিব, মোঃ শাহাদাৎ হোসেন, কামরুন্নাহার শিরীন ও সাকিলা রহমান সহ আরো অনেকে। আসরের সমাপ্তিঅংশে উপস্থিত সকল সুধীবৃন্দের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি কুষ্টিয়া লেখক ফোরামের উত্তরোত্তর উন্নতি কামনায় জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করেন। একই সাথে অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা বুকে ধারণ করে কুষ্টিয়ার সকল সাহিত্য প্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
আসরটি সঞ্চালনা করেন কুষ্টিয়া লেখক ফোরামের সহ-সভাপতি কবি ও ঔপন্যাসিক মো: আজিজুর রহমান।