কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতি হবে মৃত্যুর!’ এরদোয়ানের হুঁশিয়ারি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, "যদি কুর্দি যোদ্ধারা আত্মসমর্পণ না করে, তবে তাদের জী
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, "যদি কুর্দি যোদ্ধারা আত্মসমর্পণ না করে, তবে তাদের জীবন্ত কবর দেওয়া হবে।" বুধবার (২৫ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। এরদোয়ান তার বক্তব্যে সিরিয়ায় অবস্থানরত কুর্দি যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতে বলছেন, না হলে তাদের জন্য পরিণতি হবে ভয়াবহ। এ মন্তব্যটি এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর তুর্কিপন্থি যোদ্ধা ও মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়ার সময়ে। আসাদ সরকারের পতনের পর তুরস্কের সরকার বারবার কুর্দি যোদ্ধাদের বিলোপের বিষয়টি তুলে ধরেছে। তুরস্কের মতে, সিরিয়ায় এই গোষ্ঠীর জন্য আর কোনো স্থান থাকবে না। পার্লামেন্টে এক অধিবেশনে এরদোয়ান আরও বলেন, "বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্র বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে। আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব, যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাইবোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে।" ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে নিষিদ্ধ কুর্দি মিলিশিয়া গোষ্ঠী, কুর্দি ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এই গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তুরস্ক বারবার ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা কুর্দি গোষ্ঠী ওয়াইপিজির সমর্থন বন্ধ করে দেয়। এই মন্তব্যের মাধ্যমে এরদোয়ান কুর্দি গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন।
Ingen kommentarer fundet


News Card Generator