close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুমিল্লার হোমনায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার; আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের  ..

কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৫ যুবককে আটক করা হয়েছে।  

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালানো হয়। আটককৃতরা হলো—আলিফ (১৯), জসীম (২৮), রাকিব (১৯), ইয়ামিন (২০) ও মেহেদী (১৯)।  

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জামাল মিয়ার বসতঘরের পাশে একটি গোয়াল ঘরে লুকানো অবস্থায় অস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার শাবল, পাইপ, চেইন হুইল ও ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র।  

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

Hiçbir yorum bulunamadı


News Card Generator