শনিবার (২৪ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে কোটবাড়ি আল আমিন টাওয়ারের ৯ তলা থেকে লাফিয়ে পড়ে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
নিহত ছাত্রী তানহা শেখ চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার শাহজাহান শেখের মেয়ে। বিকেলে তাকে শাহরাস্তি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ওই ছাত্রী পড়াশোনার কারনে তার পরিবার কুমিল্লা কোটবাড়ি আল আমিন টাওয়ারের ৭ম তলায় ভাড়া বাসায় থাকতো। তার সহপাঠীরা জানান, তানহা হতাশায় ভুগছিল।
তানহার মা আমেনা শেখ বলেন, কি কারনে এ ঘটনা হয়েছে তা জানিনা।
ক্যান্টনমেন্ট কলেজ হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক আনিস বলেন, কেন আমাদের শিক্ষার্থীরা আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে তা জানিনা। গত বছর সাইন্সের একটি শিক্ষার্থী আত্মহত্যা করেছে প্রেমের সম্পর্কে। পড়াশোনার জন্য শিক্ষার্থীদের আমরা চাপ সৃষ্টি করিনা।
কোটবাড়ি ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৯ তলা ভবন থেকে কিভাবে পড়েছে তা এখনো নিশ্চিত না। তবে নিচে পড়ার দৃশ্যটি সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি। যতটুকু দেখেছি, হাত ও পা ভেঙে হাড় বের হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার দিকে যাবো। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			