নিহত দুই শিশু হল- বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪) ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা বলছেন, সকালে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়।
ঘণ্টাখানেক পর দুজন পুকুরে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নাথের পেটুয়া স্টেশন বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ দাফন করা হয়েছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			