কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় তিনি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য শরিয়াহ আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আশরাফুল আলম বলেন, দেশে দুর্নীতি সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। আল্লাহর আইন ছাড়া মানুষের অধিকার, ন্যায়-ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি দাবি করেন, ইসলামী আইন বাস্তবায়ন হলে জনগণের কল্যাণ নিশ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা আসবে।
সভায় তিনি অভিযোগ করেন, কুমিল্লা-২ আসনে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হুমকি-ধমকি ও হামলার পরিস্থিতি তৈরি করছে। এ বিষয়ে তিনি প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে কুমিল্লা জেলার ১১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। আশরাফুল আলম দলের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুমিল্লা-২ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।



















