close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত..

Ali Sohel avatar   
Ali Sohel
সোমবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ঔষধ প্রশাসন কিশোরগঞ্জ জেলা ও কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফ..

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনবিহীন ঔষধ ফুড সাবলিমেন্ট, সরকারি ঔষধ, প্রেসক্রিপশন ব্যাতিত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করা প্রতিরোধকল্পে ও ঔষধের বিরোপ প্রতিক্রিয়া রিপোটে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ঔষধ প্রশাসন কিশোরগঞ্জ জেলা ও কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এসময় বি.সি.ডি.এস কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. কবির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ড্রাগ সুপার মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার ও বাংলাদেশ কেমিষ্ঠ এন্ড ড্রাগিষ্ঠ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ডিরেক্টর চন্দন কুমার পাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী চিকিৎসক মো. মাইনুল হক, মো. কামরুল আল মজাহিদ (সোহেল), মো. বিল্লাল, মো. সজিব, জাহাঙ্গীর চৌধুরী, নির্ভুল মিয়া ও তাপস রায় সহ কুলিয়ারচর বাজার ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টবৃন্দ।

No comments found


News Card Generator