close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুলিয়ারচরে নবাগত ওসি মো. নূরুন্নবী যোগদান করেছেন 

Ali Sohel avatar   
Ali Sohel
****

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.নুরুন্নবী।

রবিবার ৭ ডিসেম্বর বিকালে তিনি আনুষ্ঠানিক ভাবে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নেন। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার।

এর আগে তিনি থানায় প্রবেশের সাথে সাথে থানার অফিসার ও পুলিশ সদস্যরা তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

নবাগত অফিসার ইনচার্জও সকলকে মিষ্টিমুখ করিয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।

নীলফামারী জেলার কৃতি সন্তান মো. নুরুন্নবী দেশ সেবার অঙ্গীকার নিয়ে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে ট্রেনিং শেষে দেশের বিভিন্ন জেলায় সৎ ও নিষ্ঠার সহিত দ্বায়িত্ব পালন করেন।

এরপর ২০১৩ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে তিনি বিভিন্ন জেলার বিভিন্ন থানায় দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি টাঙ্গাইল জেলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আন্তরিক ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে কুলিয়ারচর থানায় যোগদান করেন।

দায়িত্বগ্রহণের পর নবাগত ওসি মো. নুরুন্নবী বলেন, কুলিয়ারচরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই হবে আমার প্রথম কাজ। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাও হবে আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন, আমি চাই জনগণ যেন থানায় এসে নির্ভয়ে ন্যায়বিচার পান।

দুনীর্তিমুক্ত ও জনবান্ধব থানা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Inga kommentarer hittades


News Card Generator