close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী ও পুরস্কার বিতরণ..

Ali Sohel avatar   
Ali Sohel
পুষ্টির উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন।..

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর সহযোগিতায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এসময় উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পুষ্টি কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, হাসপাতালের স্টাফসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পুষ্টির উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন।

Ingen kommentarer fundet