নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ২৯ জানুয়ারি, ২০২৬
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনে বইছে নির্বাচনী হাওয়া। এই আসনে প্রথাগত রাজনীতির বাইরে এক নতুন শক্তির উত্থান দেখছেন স্থানীয়রা। ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (NCP) কেন্দ্রীয় নেতা ড. আতিক মোজাহিদ তার বরাদ্দকৃত ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে এখন মাঠ চষে বেড়াচ্ছেন।
সুশাসন ও কর্মসংস্থানের অঙ্গীকার
আজ রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে ড. আতিক মোজাহিদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, "কুড়িগ্রামের মানুষ দীর্ঘকাল ধরে অবহেলিত। আমরা কেবল ভোট চাইতে আসিনি, এসেছি একটি বৈষম্যহীন সমাজ গড়তে। চরাঞ্চলের নদী ভাঙন রোধ এবং শিক্ষিত বেকারদের জন্য কুড়িগ্রামেই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান লক্ষ্য।"
তরুণদের পছন্দের তুঙ্গে ‘শাপলা কলি’
নির্বাচনী মাঠ বিশ্লেষণে দেখা গেছে, ড. আতিক মোজাহিদের উচ্চশিক্ষা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে তরুণ ভোটাররা তাকে "পরিবর্তনের দূত" হিসেবে দেখছেন। তার প্রচারণায় অংশ নেওয়া তরুণ স্বেচ্ছাসেবীরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তার উন্নয়ন পরিকল্পনাগুলো মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছেন।
ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা
কুড়িগ্রাম-২ আসনে ঐতিহাসিকভাবে বড় দলগুলোর শক্তিশালী অবস্থান থাকলেও, এবার ড. আতিক মোজাহিদের নেতৃত্বে ১১ দলীয় জোট একটি শক্ত ‘তৃতীয় শক্তি’ হিসেবে আবির্ভূত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থীদের পাশাপাশি ড. আতিকের উপস্থিতি এই আসনে একটি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি করেছে।
গণসংযোগে জনস্রোত
ফুলবাড়ী ও সদর এলাকার বিভিন্ন উঠান বৈঠকে ড. আতিকের উপস্থিতিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, "আপনার একটি ভোট শুধু প্রতীক নয়, বরং আপনার অধিকার এবং আগামীর সুন্দর কুড়িগ্রাম নিশ্চিত করবে। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কুড়িগ্রাম গড়তে শাপলা কলি প্রতীকের কোনো বিকল্প নেই।"



















