কুড়িগ্রামকে তামাকমুক্ত ঘোষণা করা হবে -ডিসি নুসরাত সুলতানা..

Jahangir Alam avatar   
Jahangir Alam
সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার টার্গেট নেয়া হয়েছে।..


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি.. 
সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার টার্গেট নেয়া হয়েছে। তারও আগে কুড়িগ্রামকে তামাকমুক্ত ঘোষণা করার জন্য প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আজ শনিবার (৩১ মে) সকাল ১০টায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা এ কথা বলেন। 
কুড়িগ্রাম জেলা প্রশাসন এবং জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন- সোশ্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ধূমপানের পরিমাণ অনেকাংশে কমে এসেছে। এছাড়াও ধূমপানবিরোধী বিভিন্ন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। যেমন একটি গোল্ডলিফ সিগারেটে যে ক্ষতি হয় তার বিপরীতে ২০টি ওরিস সিগারেটে সমপরিমাণ ক্ষতি হয়। তারমানে সিগারেট কোম্পানিগুলোও এখন সচেতন হচ্ছে। আগের সিনেমাগুলোতে সিগারেট ধুমপানের অভিনয় দেখা যেত। এখনকার সিনেমাগুলোতে সিগারেট ধূমপানের অভিনয় থাকলেও সেখানে লেখা থাকে "ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"। এটিও এক ধরনের ধূমপান বিরোধী ক্যাইম্পেন।
আলোচনা সভায় ধূমপানের ক্ষতিকর দিক এবং বিভিন্ন পরিসংখ্যান ডিজিটাল স্কিনে প্রেজেন্ট্রেশন করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস। সভায় উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় এবং এনডিসি সায়েখুল হাসান খাঁন। 
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমান,  কুড়িগ্রাম জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু    , যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক- কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কুড়িগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ মতিউর রহমান ও কুড়িগ্রাম জেলা এবি পার্টির আহবায়ক ডা: মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ।
আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়কে ধুমপানমুক্ত ঘোষণা করায় সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়। 
এছাড়াও বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণ চারজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
আলোচনা সভার আগে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator