কসমেটিক্স পন্য কিনে একলাখ টাকা জিতে নিলেন

abul hasan avatar   
abul hasan
মাত্র দুই হাজার টাকার কসমেটিক্স পণ্য কিনে ঠাকুরগাঁওয়ের রিয়াজুল ইসলাম বাপ্পি নামে এক ব্যাক্তি জিতে নিলেন এক লক্ষ টাকা।..

 

 তাকে বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আনুষ্ঠিকভাবে জেলা শহরের আমতলা মোড়ে অবস্থিত আমেরিকান কসমেটিক্স পণ্য বিক্রয় কেন্দ্র হারলেন শোরুম প্রাঙ্গনে সকলের উপস্থিতিতে একলাখ টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন। 

আয়োজিত অনুষ্ঠানে দেখা গেছে, ঘোড়া গাড়ি সাজিয়ে পুরস্কার প্রাপ্ত ব্যাক্তির ব্যানার ফেষ্টুন লাগিয়ে তার পরিবারকে বাড়তি সন্মাননা হিসেবে শহর ঘুরাতে। এসময় হারলের শোরুমের বিভাগীয় কর্মকর্তারা ছাড়াও শোরুমের প্রোপাইটর ও কর্মচারিরা পুরস্কার প্রাপ্ত ব্যাক্তিকে অভ্যর্থনা জানাতে সাজ সজ্জায় প্রস্তুত থাকেন। পরে সকলের অংশ গ্রহনে একলাখ টাকা জিতে নেয়া ব্যাক্তির হাতে চেক তুলে দেন। 

এক লাখ টাকা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে রিয়াজুল ইসলাম বাপ্পি বলেন, স্বপ্নেও ভাবিনি পুরস্কার পাবো। তাও আবার এক লাখ টাকা। মাত্র দুই হাজার টাকায় এক লাখ টাকা পুরস্কার পেয়ে সত্যিই আমি এবং আমার পরিবার  অনেক খুশি। যেহেতু পোডাক্ট হিসেবে অন্যান্য কসমেটিক্স পণ্যের চেয়ে অনেক ভাল। এবং মান সম্মত। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হারলেন কতৃপক্ষকে। 

এ বিষয়ে হারলেন কোম্পানির বিভাগীয় ম্যানেজার অগ্নিঘোষ, সিনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং মোঃ নাজমুল হক,ঠাকুরগাঁও হারলেন শোরুমের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন কবির, মোঃ আনোয়ার হোসেন ( আনার) জানান, আগামী চাঁদ রাত পর্য়ন্ত এক লাখ টাকার অফারসহ বিভিন্ন অফার চলছে। সংশ্লিস্ট শোরুমে এসে বিস্তারিত জেনে পন্য সংগ্রহ করার আহবান জানান তারা।

Inga kommentarer hittades