close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনী

Imran Hossain avatar   
Imran Hossain
****

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৩০ মে) সকাল থেকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাপিত খাল এলাকায় ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট কর্তৃক এ বাঁধ মেরামত করা হয়। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অতি বৃষ্টির কারণে জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদের পাড়ে বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিষয়টি আনোয়ারা ক্যাম্প সুত্রে জানা পর সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কাজ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেনাবাহিনী এমন প্রশংসনীয় উদ্যোগে স্থানীয়দের মাঝে দেশের দুর্যোগকালীন মুহুর্তে আনোয়ারার উপকূলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলছেন, সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামত না করলে জোয়ারের পানিতে জুঁইদন্ডী ইউনিয়নের শত শত মানুষ ক্ষতির সম্মুখীন হতেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সিইউএফএল অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডেন্ট মেজর রেজওয়ান জানান, জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদের ক্ষতিগ্রস্ত বাঁধ সেনাবাহিনী মেরামত করেছে। এসময় ১৫-২০ জন সেনা সদস্য নিয়ে কাজ করা হয়। এরকম যে কোন মানবিক সহায়তায় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

没有找到评论


News Card Generator