পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১ঘটিকার দিকে গরমের তীব্রতা থেকে স্বস্তি পেতে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে জেসমিন ও ত্বায়্যিবা। দুজনেই পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ পর স্থানীয়রা তাদের খোঁজ না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।পরে দুই চাচাত বোনের ভেসে উঠা নিথর দেহ উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে চলছে শোকের মাতম।