close

লাইক দিন পয়েন্ট জিতুন!

করেরহাট মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন..

M.A Hossain avatar   
M.A Hossain
****

আর নয় ঢাকা-চট্টগ্রাম, বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কম খরচে সেবা দেওয়ার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি নিয়ে করেরহাট বাজারে প্রথমবারের মতো চালু হলো করেরহাট মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বার। ‌যত্ন নিব আমরা সুস্থ্য রাখবেন আল্লাহ্-এই শ্লোগানে চালু হওয়া এই প্রতিষ্ঠান করেরহাট বাজারের রামগড় রোডের মাষ্টার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত।

 শনিবার সকালে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেরহাট মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারের চেয়ারম্যান একরামুল হক একরামের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঞ্চালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বারইয়ারহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। এসময় অংশ নেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন করেরহাট মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারের উপদেষ্টা মাওলানা আরিফুর রহমান, করেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার ফখরুল আলম, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোবারক হোসাইন মিয়াজী, জোরারগঞ্জ থানা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আসাদ উল্ল্যাহ, মাস্টার শওকত আনোয়ার, হাজী আবু তাহের, ডা. ফজলে আমিন, সাংবাদিক এম আনোয়ার হোসেন প্রমুখ। 

সপ্তাহে বিভিন্ন দিনে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেশান সুবিধার মধ্যে রয়েছে গাইনী এন্ড অবস্, মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার, শিশু, নিউরোমেডিসিন, ইউরোলজী, চর্ম ও যৌন, অর্থোপেডিক্স, বাত-ব্যথা, নাক-কান-গলা, হরমোন ও ডায়াবেটিস, রিউমাটোলজী, নেফ্রোলজী। এছাড়া  ইমেজিং বিভাগের সেবাসমূহের মধ্যে রয়েছে GE 4D কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম ও TVS, GE 40 কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম, GE ১২ চ্যানেল সম্বলিত ইসিজি, ডিজিটাল এক্সরে, স্পাইরোমেট্রি, ইউরোফ্লোমেট্রি, ডিজিটাল ভিডিও এন্ডোসকপি। প্যাথলজী বিভাগের সেবাসমূহের মধ্যে রয়েছে ক্লিনিক্যাল প্যাথলজী, হেমাটোলজী, বায়োকেমিক্যাল টেষ্ট, সেরোলোজী, হরমোন টেষ্ট, ইমিউনোলোজী, মাইক্রোবায়োলোজী, হিস্টোপ্যাথলজী, ইউরিন এনালাইজার, ব্লাড কালচার। এখানে বিদেশগামী যাত্রীদের জন্য কম খরচে মেডিকেল চেকআপ ব্যবস্থা ও প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসোনোগ্রাফি করা হয়।

 

 

No se encontraron comentarios


News Card Generator